ইরানের হাসপাতালে অগ্নিকাণ্ড, আইসিইউয়ের ৯ রোগী নিহত
ইরানে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ জন পুড়ে মারা গেছে। নিহতদের মধ্যে ছয় নারী ও তিনজন পুরুষ। তারা কায়েম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। ঘটনার সময় বাকি রোগীদের সরিয়ে নেওয়া হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে খবর আল-জাজিরার।
কাতারভিত্তিক গণমাধ্যমটি বলছে, গিলান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের প্রধান মোহাম্মদ তাঘি আশোবি আজ মঙ্গলবার (১৮ জুন) সাংবাদিকদের বলেছেন, নিবিড় পরিচর্যা ইউনিটে থাকা একজন রোগী মারা গেছে এবং এর আগে আটজন মারা গেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে আল-জাজিরা বলছে, মোহাম্মদ তাঘি আশোবি জানান, এই রোগীদের মৃত্যুর কারণ গিলান মেডিকেলের পরীক্ষকদের দিয়ে তদন্ত করা হচ্ছে।