তুরস্কে দাবানলে পাঁচজন নিহত
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গতকাল রাতে বেশ কয়েকটি গ্রামে দাবানল ছড়িয়ে পড়ায় পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু লোক আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছেন।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী আজ শুক্রবার (২১ জুন) এই তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারদিনের কাছে দু’টি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পাঁচজন মারা গেছেন এবং ৪৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছেন।