মেয়াদোত্তীর্ণ ভিসায় ভারতে বাংলাদেশির ব্যবসা, তদন্তের নির্দেশ
মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে ভারতে বসবাস ও ব্যবসা পরিচালনা করার অভিযোগে এক বাংলাদেশির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করতে ভারতের গোয়ন্দো সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ।
গতকাল শুক্রবার (২৮ জুন) কলকাতা ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি টি এস শিবগনানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য ইডিকে এ নির্দেশ দেন। খবর এনডিটিভির।
বাংলাদেশি ওই ব্যবসায়ীর নাম উমাশঙ্কর আগারওয়াল। তার বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে ভারতে বসবাস, অবৈধভাবে ব্যবসা চালানো এবং ভারতের বাইরে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে (পিএমএলএ) মামলা করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, আগরওয়ালের মালিকানাধীন একটি সংস্থা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি রিয়েল এস্টেট প্রকল্পে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করছে। আগরওয়ালের বিরুদ্ধে এ অভিযোগের বিষয়ে কলকাতা পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
অভিযোগে আরও বলা হয়, আগরওয়ালের মালিকানাধীন কোম্পানির অর্থ বিভিন্ন আন্তসীমান্ত চোরাচালানে ব্যবহার করা হয়। সন্ত্রাসবাদী গোষ্ঠীকেও গোপনে তার কোম্পানি অর্থ দিয়ে থাকে।কলকাতা পুলিশ উমাশঙ্কর আগারওয়ালকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে নিম্ন আদালত তাকে জামিনে দেন। একইসঙ্গে মামলাটি অধিকতর তদন্তের জন্য ইডিকে নির্দেশ দেন আদালত। তবে, উমাশঙ্কর আগারওয়ালকে এই মামলায় মিথ্যাভাবে জড়ানো হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী।