নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে যে পরামর্শ দিলেন খামেনি
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। গত শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়। আজ শনিবার (৬ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজয়ীর নাম ঘোষণা করে। এই ভোটে স্বপ্রণোদিত অংশ নেওয়ার জন্য ইরানি জনগণের প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একইসঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে পরামর্শও দিয়েছেন তিনি। খবর আলজাজিরার।
কাতারভিত্তিক গণমাধ্যমটি বলছে, সর্বোচ্চ নেতা খামেনি নির্বাচন নিয়ে এক বার্তায় বলেছেন, জনগণ আবেগ ও উদ্দীপনা নিয়ে ‘অবাধ ও স্বচ্ছ নির্বাচনে’ অংশ নিয়ে পেজেশকিয়ানকে নির্বাচিত করেছেন। ইরানের শত্রুরা ভোট বয়কট করে যে বিশৃঙ্খলা তৈরির পায়তারা করেছিল, তা জনগণ ভোটে অংশগ্রহণের মাধ্যমে প্রতিহত করেছে।
মাসুদ পেজেশকিয়ানকে পরামর্শ দিয়ে ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, নির্বাচনের সময় প্রতিযোগিতামূলক আচরণ থাকলেও এ সময়টিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি হয়। দেশের বস্তুগত ও আধ্যাত্মিক উন্নতির জন্য যে কেউ এ ধরনের চেষ্টা করে থাকেন। খামেনি পেজেশকিয়ানকে প্রায়ত প্রেসিডেন্ট রাইসির পথ অনুসরণের পরামর্শ দেন।
গত বুধবার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে খামেনি বলেছিলেন, এই ধাপে ভোটদান ‘প্রত্যাশার চেয়ে কম’ ছিল। এরপর দ্বিতীয় ধাপের নির্বাচন শেষে জনগণকে ধন্যবাদ দিয়ে বার্তা দিলেন তিনি।