কমলা হ্যারিসকে সমর্থন দিলেন বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন দেশটির সাবেক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুলাই) সকালে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার পক্ষে সমর্থন ঘোষণা করেন ওবামা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা বলেন, ‘এই সপ্তাহের শুরুতে মিশেল ও আমি আমাদের বন্ধু কমলা হ্যারিসকে ফোন করেছিলাম। আমরা তাকে বলেছি, আমরা মনে করি তিনি যুক্তরাষ্ট্রের চমৎকার একজন প্রেসিডেন্ট হবেন এবং তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’
হ্যারিসের প্রতি সমর্থন চেয়ে জনগণের উদ্দেশে বলেন, ‘নভেম্বরে তার (হ্যারিস) জয় নিশ্চিত করতে আমরা যা করতে পারি তা করতে যাচ্ছি।’
২০০৮ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর আট বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ওবামাই সর্বশেষ ডেমোক্র্যাট নেতা যিনি হ্যারিসের প্রার্থিতাকে সমর্থন করেছেন।