রোববার থেকে গাজায় সীমিত আকারের যুদ্ধবিরতি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক ঘোষণায় জানিয়েছে, গাজায় পোলিও টিকা কার্যক্রম পরিচালনার জন্য সীমিত আকারে মানবিক যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ সম্মত হয়েছে। তবে এই যুদ্ধবিরতি কিছু নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে সংস্থাটি। খবর আলজাজিরার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর (রোববার) থেকে এই যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু হবে। এ সময় থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গাজায় পোলিও টিকা প্রদানের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য দরকার। টিকাকর্মীদের জন্য স্থান নির্বাচন ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে এই সময় অবশ্যই হাতে রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সারা রাত ধরে চালানো এসব হামলার মধ্যে গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ সদস্যের মৃত্যুর বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য, যার মধ্যে রয়েছে একজন গর্ভবতী নারী ও তার অনাগত সন্তান।
অন্যদিকে, চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পশ্চিম তীরের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘আমরা গাজার মতো আরেকটি মানবিক দুর্যোগ অধিকৃত পশ্চিম তীরে ডেকে আনতে পারি না। আমরা পৃথিবীর বুকে আরেকটি নরক হিসেবে পশ্চিম তীরকে গড়ে তুলতে দিতে পারি না।’
গাজা যুদ্ধে ইসরায়েলি বর্বর হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৬০২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং ৯৩ হাজার ৮৫৫ জন আহত হয়েছে।