যুক্তরাষ্ট্রে খুনি অভিবাসীরা খারাপ জিন ছড়াচ্ছে : ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় নানা সমালোচনার জন্ম দিয়ে খবরে থাকতেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা হারিয়েও হেডলাইন হয়েছেন বহুবার। এবার অভিবাসীবিরোধী বক্তব্য দিয়ে তোলপাড় সৃষ্টি করলেন সেই তিনিই। অথচ নির্বাচন ঘনিয়ে এসেছে। এমন এক সময় একটি রেডিওতে রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে রিপাবলিকান পার্টির এই প্রার্থীর বললেন, খুনের দায়ে দোষী সাব্যস্ত হাজারও অভিবাসী যুক্তরাষ্ট্রে ‘খারাপ জিন’ ছড়াচ্ছে। খবর আল-জাজিরার।
গতকাল সোমবার সাক্ষাৎকারটি নেন রেডিও টক শো উপস্থাপক হিউ হিউইট। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভিবাসননীতির কড়া সমালোচনা করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, উন্মুক্ত সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে ১৩ হাজার খুনি। তারা দেশটিতে সুখে–শান্তিতে বসবাস করছে। ট্রাম্পের এ মন্তব্য মার্কিন অভিবাসন ও শুল্ক আইন প্রয়োগকারী সংস্থার (আইসিই) তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ মন্তব্যের নিন্দা জানিয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে বলেন, এ ধরনের ভাষা অত্যন্ত ঘৃণ্য, জঘন্য, ভুলে ভরা। আমাদের দেশে এর কোনো স্থান নেই।