খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় নিহত ২০
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর খান ইউনিসে আজ শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে দুটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। গাজা উপত্যকার সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য দিয়েছে। খবর এএফপির।
সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, খান ইউনিসের ওই এলাকাটিতে আল-ফারা পরিবারের একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় ১৪ জন নিহত হয়। এছাড়া আরেকটি বিমান হামলায় মারা গেছে আরও ছয়জন ফিলিস্তিনি।
নাসের মেডিকেল কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসাকর্মীরা আল-ফারা পরিবারের বাড়িটিতে হামলার বিষয়টি নিশ্চিত করে নিহতদের তালিকা প্রকাশ করেছে।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, গাজার দক্ষিণাঞ্চলের আকাশ ও ভূমি থেকে বেশ কিছু সন্ত্রাসীকে ‘নির্মূল’ করা হয়েছে।
পুরো গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর তৎপরতা চলছে এবং সম্প্রতি ভূখণ্ডটির উত্তরে আকাশ পথের পাশাপাশি স্থলপথেও হামলা জোরদার করেছে তারা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা এখানে নতুন করে সক্রিয় হচ্ছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে।