ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার শরণার্থী শিবির, শিশুসহ অর্ধশত নিহত
গাজার শরণার্থী শিবির ও হাসপাতাল এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অর্ধ শতাধিক নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ছয়জন শিশু ও পাঁচজন নারী আছে। ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাকজিরা।
প্রতিবেদন বলছে, গাজার কেন্দ্রীয় নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় যারা নিহত হয়েছে, তাদের মধ্যে ছয়টি শিশু এবং পাঁচজন নারীও রয়েছেন। ২০ জনেরও বেশি নিহত হন এখানে।
গাজা সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজার উত্তরাংশের বেইট লাহিয়ায় ইন্দোনেশিয়ান হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে কামাল আদওয়ান হাসপাতালের কাছে একাধিক বিমান হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন।
আল জাজিরার গাজার সংবাদদাতা জানান, ইসরায়েলি ট্যাঙ্ক ও ড্রোনগুলো কামাল আদওয়ান হাসপাতালের আশপাশে ‘যেকোনো চলমান বস্তু’ লক্ষ্য করে গুলি চালাচ্ছে, তা সে হাসপাতালের ভেতরে হোক বা কাছাকাছি।
ইসরায়েলি আক্রমণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় অন্তত ৪৪ হাজার ৬১২ ফিলিস্তিনি নিহত এবং ১০৫ হাজার ৮৩৪ জন আহত হয়েছে। ওই দিন হামাস-নেতৃত্বাধীন আক্রমণে ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষ অপহৃত হয়।
লেবাননে, গাজা হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত চার হাজার ৪৭ জন নিহত ও ১৬ হাজার ৬৩৮ জন আহত হয়েছে।