সেনাবাহিনীর ভুল বিমান হামলা, নাইজেরিয়ায় নিহত ১৬
নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে বিমান হামলায় কমপক্ষে ১৬ জন বেসামরিক লোকের প্রাণহানি ঘটেছে। নিহতদের সন্ত্রাসী ভেবে ভুল করে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসি ও ডয়চে ভেলের প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
দেশটির বিমান বাহিনী জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে সামরিক বাহিনীর বিমান হামলায় এখন পর্যন্ত ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে সন্ত্রাসীও ছিল। সর্বশেষ বেসামরিক লোকদের নিহতের ঘটনার পর তারা তদন্ত শুরু করছে।
জামফারা রাজ্যের গভর্নর সুলাইমান বালা ইদ্রিস ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেছেন, কমিউনিটি নিরাপত্তা সংস্থাগুলোতে কর্মরত এসব বেসামরিক লোকদের সামরিক বাহিনী ‘ভুল করে পালিয়ে যাওয়া সন্ত্রাসী ভেবে এ হামলা চালিয়েছে।’ তিনি এ ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুদ্ধে ৪০০ জনের বেশি বেসামরিক লোকের প্রাণহানি ঘটেছে।
এছাড়া ২০২৩ সালে দেশটির কাদুনা রাজ্যে একটি ধর্মীয় উৎসবে অংশ নেওয়া মানুষদের সন্ত্রাসী ভেবে হামলা চালানো হয়। সেসময় প্রায় ৮০ জন নিহত হয়েছিল।
যদিও সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এসব ঘটনায় সামরিক বাহিনীদের বিচার বা তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে। তবে সেসবের কিছুই প্রকাশিত হয়নি। ফলে সামরিক বাহিনীকে নিয়ে দেশটির মানুষের মনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।