ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি যারা
আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বনেতা এবং প্রভাবশালী ব্যক্তিরা। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিরা তাদের আমন্ত্রণপত্র পেয়েছেন। অনুষ্ঠানে বেশ কয়েকটি প্রধান বৈশ্বিক শক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি এমন অনেক বিশ্ব নেতা বা প্রভাবশালী ব্যক্তিত্বও রয়েছেন।
গতকাল সোমবার (১৩ জানুয়ারি) সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প শপথ অনুষ্ঠানের জন্য ১৭০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করেছেন - যা রেকর্ড পরিমাণ অর্থ। এ বিপুল অর্থ দিয়েছেন প্রযুক্তি নির্বাহী এবং প্রধান দাতারা।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বেশ কয়েকটি প্রধান বৈশ্বিক শক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন চীনের শি জিনপিং, ইতালির জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার জাভিয়ের মাইলি, এল সালভাদরের নায়েব বুকেলে, হাঙ্গেরির ভিক্টর অরবান, ব্রাজিলের জাইর বলসোনারো, জাপানের তাকেশি ইওয়ায়াসহ আরও অনেকে।
তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উন। এ ছাড়া ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনও ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও আমন্ত্রণ পাননি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে, যদিও জেলেনস্কি বলেছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানালে তিনি উপস্থিত থাকবেন।
এদিকে, আমন্ত্রণ পেলেও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে, সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, শি তার জায়গায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠাতে পারেন। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যোগ দিচ্ছেন না শপথ অনুষ্ঠানে। তার জায়গায় ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।