গাজার যুদ্ধবিরতি বাস্তবায়ন নিশ্চিতের অঙ্গীকার মিসরের
গাজার যুদ্ধবিরতি বাস্তবায়ন নিশ্চিত করার অঙ্গীকার দিয়েছে মিসর। মিসর বলেছে, গাজা যুদ্ধবিরতি চুক্তিতে আলোচিত প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সাথে ফোনালাপের সময় মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি গাজায় বন্দি বিনিময় এবং যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিসরের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন।
আবদেলাত্তি গাজা জুড়ে মানবিক সহায়তা সম্প্রসারণ, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা সুবিধা পুনর্বাসন এবং বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি করার ওপর জোর দেন।
এর আগে, গতকাল বুধবার (১৫ জানুয়ারি) দীর্ঘ আলোচনার পর ১৫ মাস ধরে চলা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল।