‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়েই এগোতে চায় ভারত’
ইতিবাচক মনোভাব নিয়েই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেন, ঢাকার সঙ্গে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি ইতিবাচক এবং আমরা চাই সম্পর্ক ইতিবাচক রেখেই এগিয়ে যেতে।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব কথা বলেন। ভারতের বার্তাসংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলা হয়েছে, সম্প্রতি নয়াদিল্লি বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে দেশটির সঙ্গে সীমান্তে অপরাধ কমিয়ে আনার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছিলেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তখন তিনি বাংলাদেশের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা উল্লেখ করেছেন। এ সময় দ্বিপাক্ষিক এবং অভিন্ন স্বার্থের প্রতি সংবেদনশীলতার ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য ভারতের প্রতিশ্রুতির ওপর জোর দেন তিনি।
ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সফর নিয়ে জয়সোয়াল বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবস্থান বেশ কয়েকবার স্পষ্ট করা হয়েছে। আমাদের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে আমরা বলেছি, আমরা ইতিবাচক সম্পর্ক নিয়ে এগিয়ে যেতে চাই।’
সীমান্ত বেড়া নির্মাণের বিষয়ে জয়সোয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরল ইসলামকে তলব করে এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। বেড়া নির্মাণের ব্যাপারে ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সমস্ত প্রোটোকল এবং চুক্তি মেনেছে। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে আমরা বলেছি সীমান্ত সুরক্ষায় অপরাধমূলক কার্যকলাপ; চোরাচালান ও পাচার, কাঁটাতারের বেড়া, প্রযুক্তিগত উপকরণ স্থাপন, গবাদি পশুর সুরক্ষা এবং অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সোয়াল আরও বলেন, ‘আমরা আশা করি অপরাধ মোকাবিলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশ এই বিষয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।’
উল্লেখ্য, গত রোববার ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এবং উদ্বেগ প্রকাশ করে আপত্তি জানায়। এর একদিন পর বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করে ভারত।