বইমেলায় এলো ফাহমিদা ইয়াসমিনের প্রবন্ধের বই
অমর একুশে গ্রন্থমেলায় এসেছে কবি ফাহমিদা ইয়াসমিনের প্রবন্ধের বই। ‘নারীবিষয়ক ও অন্যান্য প্রবন্ধ’ নামে বইটিতে স্থান পেয়েছে বেশ কিছু প্রবন্ধ। সেখানে উঠে এসেছে নারীবিষয়ক নানা তথ্যচিত্র। বইটি পাওয়া যাচ্ছে রৌদ্রছায়া প্রকাশের ৫৬৭ নম্বর স্টলে।
রৌদ্রছায়া প্রকাশের সত্বাধিকারী কথাসাহিত্যিক আহমেদ রউফ বলেন, ‘সাহিত্যের সবচেয়ে কঠিন শাখাটি প্রবন্ধ। এই সময়ের অধিকাংশ সাহিত্যবোদ্ধাদের মতে, ভালো প্রাবন্ধিকের অভাব চলছে। যদি তা-ই হয়, তবে সেটি ভাবনার বিষয়। যদিও বহুমাত্রিক লেখক ফাহমিদা ইয়াসমিনের এবারের বইটি পাঠকের জানার পরিধিকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।’
বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। মূল্য ধরা হয়েছে ২৬০ টাকা। তবে, ২৫ শতাংশ ছাড়ে মেলাতে পাওয়া যাবে বইটি—জানিয়েছেন প্রকাশনা সংশ্লিষ্টরা।
ফাহমিদা ইয়াসমিনের জন্ম মৌলভীবাজার জেলার বড়কাপন গ্রামে। লন্ডন প্রবাসী এই লেখকের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে—স্বপ্নচারী মন (কবিতা), নীলিমার প্রেম (কবিতা), শংকা সময়ের নিষিদ্ধ ধ্বনি (কবিতা), ডায়েরির শেষ পাতা (উপন্যাস), বিদ্রোহী বিক্ষোভ (কবিতা), অস্তিতের বিষণ্ণ দেয়াল (কবিতা), কথার সুঁতোয় সেলাই করি আগামীর স্বপ্ন (কবিতা), ফারহানের মুক্তিযুদ্ধ (শিশুতোষ গল্প), ফারহাতের বিজয় (শিশুতোষ গল্প)।