শিল্পী তাহেরার ‘বেলা অবেলার রংরাগিণী’
গত ১৪ এপ্রিল ২০১৫ দেশের অগ্রণী শিল্প-প্রদর্শনালয় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস ১৫ বছর অতিক্রম করেছে। এই যাত্রা পথে বাংলাদেশের চিত্রকলা আন্দোলনকে প্রাণবন্ত এবং সাম্প্রতিক শিল্প চর্চার বিশ্বজনীন ধারায় যুক্ত থাকতে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস সর্বদা ব্যাপৃত ছিল । তারই ধারাবাহিকতায় শিল্পী তাহেরা খানমের ৪৮টি চিত্রকর্ম নিয়ে ‘বেলা অবেলার রংরাগিনী’ শিরোনামে একক চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস ।
গত ৫ জুন সন্ধ্যা ৬টায় বেঙ্গল শিল্পালয়ে এই প্রদর্শনীটি যৌথভাবে শিল্পী সৈয়দ জাহাঙ্গীর এবং শিল্পী সমরজিৎ রায় চৌধুরী উদ্বোধন করেন।
শিল্পী প্রকৃতির নানা অনুষঙ্গ ফুল, লতাপাতা, বৃক্ষ, পর্বত, পাখি যেমন চিত্রায়ন করেছেন তেমনি মাছ, জল, নৌকা, আকাশ, সাথে মানবজীবনের নানা অনুষঙ্গও তিনি এঁকেছেন সরল-ছন্দময় রেখা ও মূর্ত-বিমূর্ততার রহস্যময়তায়। গভীর বোধ নিয়ে তিনি যেন মানুষের মর্ম যাতনা ও বেদনাকেও চিত্রায়ন করেছেন। পারিপার্শ্বিক নানা চরিত্রের দেখা যেমন মিলে তার চিত্রে তেমনি এসব চরিত্রের সঙ্গে প্রকৃতির নানা উপাদানের যে প্রহেলিকাময় রসায়ন, তারও উপস্হিতি দৃশ্যমান। মানবীয় সম্পর্কের নানা অদ্ভূত বৈপরীত্য শিল্পীর শিল্পমানসে উত্তর অন্বেষণ করে।
শিল্পী তাহেরা খানম তাঁর সময়ের থেকে এগিয়ে থাকা মানুষ, যেন বিরুদ্ধ স্রোতে লড়তে থাকা এক প্রত্যয়ী নাবিক। নারীর প্রতি পঞ্চাশের দশকে যে বৈরী দৃষ্টিভঙ্গি ছিল, তা তাঁকে খুব একটা দমিয়ে রাখতে পারেনি। তাঁর শিল্পচর্চার ঝোঁক এবং সাস্কৃতিক পরিমণ্ডলের বলয়ে থেকে নিজের মননের উন্মেষ ঘটিয়েছিলেন বিশেষ ভাবে। সেতার শেখায় সাধনা ছিল, তবে চিত্রকলায় খুঁজে পেয়েছিলেন যাপিত জীবনের বোধ আবেগ আর প্রশ্নের সন্ধান। জীবনসঙ্গী কাইয়ুম চৌধুরীকে চিত্রসৃষ্টিতে অবিরত উৎসাহ জোগাতেন, তবে নিজের চিত্রকর্ম নিয়ে খুব একটা সরব ছিলেন না । তথাপি নীরব চর্চার মাধ্যমে নিজের একটি আলাদা চিত্রভাষা নির্মাণে তিনি সচেষ্ট ছিলেন। তাঁর রং, তুলি আর ক্যানভাসের মাধ্যমে আলাদা চিত্রভাষায় এক অনন্য প্রদর্শন হলো শিল্পীর এই দ্বিতীয় একক প্রদর্শনী ‘বেলা অবেলার রংরাগিণী’ ।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং শিল্পীপুত্র মইনুল ইসলাম ।
প্রদর্শনী চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। এটি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মক্ত থাকবে সবার জন্য।