শ্রেয়া চক্রবর্তীর কবিতা
ইলিউশন
১
এই যে সহজ বালিশ ছেড়ে ঘড়ির পিঠে
শক্ত কর হাত, এই যে পকেট উপচে আসে
ঘুমের স্তবক, নরক খেলায় দিচ্ছ খুলে
হাসির মোড়ক, উদযাপনের এই যে পারদ
ছুইয়ে জিভে নিচ্ছ গিলে রক্ত-মাংস-হাড়
এসব মোটেও সত্যি নয়, সত্যি নয় আর!
২
এই যে তুমি দাঁড়িয়েছিলে ভিড়ের মধ্যে
হাড়গিলে লোক দু’হাত তুলে দাঁড়িয়েছিলে
পিছন থেকে জড়িয়ে ধরে তোমায় আমি
হাম খেয়েছি টিভি স্ক্রিনে অমনি তখন বন্যা এল
এবং আমি প্রশ্ন করি, ‘বন্যা তুমি কার?’
এসব মোটে ও সত্যি নয়, সত্যি নয় আর।