বিকল্প প্রদর্শনীতে ‘সুতপার ঠিকানা’
পোস্টারে বন্দুক-পিস্তল উচিয়ে হিংস্রতা প্রকাশ আর ভেতরে জীবনবর্জিত আজগুবি গল্পের সঙ্গে আইটেম গান না থাকলে কোনো চলচ্চিত্র আর সাধারণ সিনেমা হলে প্রদর্শনের সুযোগ পায় না। যার ফলে শিল্পসম্মত বা জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র সুস্থ দর্শকের কাছে পৌঁছানোর জন্য বিকল্প পন্থায় প্রদর্শন ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু সবাই জানেন দেশে সুস্থ চলচ্চিত্রের দর্শকসংখ্যা সব সময় বেশি ছিল, এখনো তাই আছে। কিন্তু জীবনঘনিষ্ঠ ও বাস্তবসম্মত চলচ্চিত্র প্রদর্শকের অনাগ্রহের কারণে তাদের কাছে পৌঁছাতে পারে না।
বিকল্পধারায় দেশব্যাপী প্রদর্শনের অংশ হিসেবে কুষ্টিয়া ও সিলেটের পর সরকারি অনুদান সহায়তায় নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’ এবার পাঁচদিনব্যাপী প্রদর্শিত হতে যাচ্ছে দেশের বাণিজ্যনগরী চট্টগামের কয়েকটি স্থানে। ২৪ আগস্ট চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ২৫ আগস্ট চট্টগাম এশিয়ান ওমেনস ইউনিভার্সিটি এবং ২৬ ও ২৭ আগস্ট চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে ‘সুতপার ঠিকানা’।
‘সুতপার ঠিকানা’ দক্ষিণ এশিয়ার নারীজীবনের গল্প। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার যে কোনো দেশেই একটি মেয়ে বড় হয়ে ওঠে তার বাবার বাড়িতে, বিয়ের পর যায় শ্বশুরবাড়ি, শ্বশুর মারা গেলে সেটা হয় স্বামীর বাড়ি, স্বামী মারা গেলে সেই একই বাড়ি হয়ে যায় ছেলের বাড়ি। আর যদি কাউকে বিধবা অথবা, তালাকপ্রাপ্ত হয়ে বাপের বাড়ি ফিরে যেতে হয় ততদিনে সেটা হয়ে যায় ভাইয়ের বাড়ি। বেশির ভাগ সময় নারীর নিজের কোনো ঠিকানা হয় না। সে সব সময় কেয়ার-অফ থেকে যায়। নারীজীবনে এই স্থানান্তর ও পরনির্ভরশীলতার যে চক্র প্রবাহমান, সেখান থেকে বেরিয়ে সুতপা নামের একজন নারীর নিজের ঠিকানা খুঁজে নেওয়ার জন্য পথে নামার গল্প ‘সুতপার ঠিকানা’।
সরকারি অনুদান সহায়তায় নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’ গত ৮ মে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে দক্ষিণ এশিয়ার সকল নারীকে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। সংগীত পরিচালনা করেছেন বরেণ্য শিল্পী কুমার বিশ্বজিৎ। কাব্যিক ধারাবর্ণনায় ছিলেন আসাদুজ্জামান নূর। প্রসূন রহমান পরিচালিত এবং ইমেশন ক্রিয়েটর প্রযোজিত চলচ্চিত্রটি এরই মধ্যে মায়ামি ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভাল, ইন্দোনেশিয়ান পিস ফিল্ম ফেস্টিভাল এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে।