আমায় ক্ষমা কর আয়লান
অভিশাপ দিতে দিতে অভিশপ্ত করে তোল
বিষাক্ত সাপের মতো বিষময় করে তোল
নষ্ট নদীর নষ্ট জলের মতো করে তোল দুর্গন্ধময়।
বলছি, একটি বারের জন্যও উত্তর করবো কর না
একটি বারের জন্যও মুখ ফিরিয়ে বলবো না, থামো. .
নোংরা সভ্যতায় জীবনের চেয়ে-
মৃত্যু কিংবা অপমৃত্যু শ্রেয়।
যে সভ্যতা পর্যুদস্তু হয় ফুলেল শিশুর চোখে ঘুম দিতে
যে সভ্যতা পরাস্ত হয় বকুল বকুল শিশুর সামনে নিশ্চিত পৃথিবী দিতে
যে সভ্যতা হেরে যায় বারবার অসভ্যতার নখরে
সে সভ্যতা অসভ্যদের বয়ান মাত্র-
বাসযোগ্য নয় আয়লান!
ভিয়েতনাম থেকে একদা উড়ে এসেছিল ব্যর্থ সভ্যতার
বীভৎস ধোঁয়া
তুরস্ক উপকূল থেকে আরেকবার এলো-
ভ্রষ্ট সভ্যতার ভয়ংকর বাতাস! কী ভয়ংকর
ক্ষমা কর আয়লান। নতজানু হয়ে প্রার্থনা করছি
ক্ষমা কর, আমিও যে এই পৃথিবীর একজন. . .
আমিই আমার মুখে থুতু দিয়ে বলছি-
ছিঃ সভ্যতা! ছিঃ সভ্য মানুষ! ছিঃ ইটের দালান
পিচের রাস্তা
ছিঃ স্যুট-বুট, ছিঃ