ম্যান বুকার পুরস্কার পেলেন আনা বার্নস
‘মিল্কম্যান’ উপন্যাসের জন্য চলতি বছর ম্যান বুকার পুরস্কার পেয়েছেন আইরিশ লেখিকা আনা বার্নস।
গতকাল মঙ্গলবার লন্ডনের গিল্ডহলে আনা বার্নসের হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড (প্রায় ৫৬ লাখ টাকা)।
ওয়াশিংটন পোস্ট জানায়, ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা রোজমেরি আনার হাতে বিজয়ীর ট্রফি তুলে দেন।
বিশ্বব্যাপী ইংরেজি ভাষায় লেখালেখি চর্চাকারী সাহিত্যিকদের সাহিত্যকর্মকে ম্যান বুকার পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। ১৯৬৯ সাল থেকে ব্রিটিশ, আইরিশ ও কমনওয়েলথভুক্ত দেশের লেখকদের এ পুরস্কার প্রদান করা হচ্ছে। ২০১৪ সাল থেকে মার্কিন লেখকরাও ম্যান বুকারের জন্য বিবেচিত হন।
এর আগে সালমান রুশদি, অরুন্ধতী রায়, ইয়ান ম্যাকেয়ান, হিলারি ম্যান্টেল প্রমুখ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক এ পুরস্কার পান।
ওয়াশিংটন পোস্ট জানায়, সংক্ষিপ্ত তালিকায় থাকা পাঁচটি উপন্যাসকে পেছনে ফেলে ‘মিল্কম্যান’ পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। উপন্যাসটি লেখা হয়েছে গত শতকের ৭০-এর দশকে উত্তর আয়ারল্যান্ডে ক্যাথোলিক-প্রটেস্ট্যান্ট সহিংসতার কালখণ্ডকে ধরে। নারী, পুরুষ, ক্ষমতা ও এসবের অন্তর্গত দ্বন্দ্ব, সহিংসতাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে।