শিশুদের জন্য হুমায়ূন আহমেদ উৎসব
আগামী ১৩ নভেম্বর বাংলা সাহিত্যের জনপ্রিয় ও ভিন্নধারার চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন। সাহিত্য ও চলচ্চিত্রের মহান এই কারিগরের জন্মদিন উদযাপনে দেশের একমাত্র অনলাইন শিশুতোষ চ্যানেল, ‘চ্যানেল আগামী’র আয়োজনে আগামী ১২, ১৩ ও ১৪ নভেম্বর ২০১৫ তারিখ কেন্দ্রীয় গণগ্রন্থাগারে শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী হুমায়ূন আহমেদ উৎসব। এ উৎসবে শিশু-কিশোরদের অংশগ্রহণে, তাদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে থাকছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা। অংশগ্রহণকারী নির্মাতাদের মধ্য থেকে ২১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে বিচারকমণ্ডলীর মাধ্যমে নির্বাচিত সেরা তিনজন চলচ্চিত্র নির্মাতাকে অ্যাওয়ার্ড, সার্টিফিকেট ও প্রাইজমানি দেওয়া হবে। এমনকি বিচারকমণ্ডলীর দায়িত্বও পালন করবে দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিশু নির্মাতারাই।
দেশের যে কোনো অঞ্চলের শিশু-কিশোররা অংশ নিতে পারবে এ প্রতিযোগিতায়। তবে অংশগ্রহণকারী নির্মাতার বয়স অবশ্যই অনূর্ধ্ব ১৮ হতে হবে। নির্মিত চলচ্চিত্র অবশ্যই শিশুতোষ হতে হবে এবং চলচ্চিত্রের ব্যাপ্তিকাল অবশ্যই অনূর্ধ্ব ১০ মিনিট হতে হবে। নির্মিত চলচ্চিত্র DVD আকারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিংবা সরাসরি এসে জমা দিতে হবে ‘হুমায়ূন আহমেদ উৎসব ২০১৫, বিভাগ : স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, চ্যানেল আগামী, ৫/২, ব্লক-এ, লালমাটিয়া,
ঢাকা-১২০৭’–এই ঠিকানায়।
চলচ্চিত্রের ডিভিডির সঙ্গে আলাদা ডিভিডিতে নির্মাতার সংক্ষিপ্ত পরিচিতি (শ্রেণি, শিক্ষাপ্রতিষ্ঠান, মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে), জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং চলচ্চিত্রের Synopsis বাংলা ও ইংরেজিতে পাঠাতে হবে। একজন নির্মাতা সর্বোচ্চ একটি চলচ্চিত্র জমা দিতে পারবেন এবং পূর্বে কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় পুরস্কৃত কোনো চলচ্চিত্র জমা দেওয়া যাবে না।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা জেলার বাইরের অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে নির্বাচিত চলচ্চিত্র নির্মাতাদের একজন অভিভাবকসহ ঢাকায় আসা-যাওয়ার জন্য যাতায়াত ভাতা দেওয়া হবে। সে ক্ষেত্রে ঢাকায় তিনদিন অবস্থানের ব্যবস্থা প্রতিযোগীকেই করতে হবে। চলচ্চিত্র পাঠানোর শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০১৫।
অন্যদিকে এ উৎসব উপলক্ষে আলোকচিত্র প্রতিযোগিতা, গল্প লেখা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। আলোকচিত্রের বিষয় : প্রাকৃতিক দৃশ্য, শিক্ষা, শিশুশ্রম, শিশুদের জন্য কেমন আগামী চাই ছাড়াও শিশুতোষ যেকোনো বিষয়ের ওপর তোলা আলোকচিত্র পাঠানো যাবে। আলোকচিত্র মোবাইল ক্যামেরা, ডিজিটাল পয়েন্ট অ্যান্ড শুট কিংবা DSLR ক্যামেরায় তোলা যেতে পারে।
আলোকচিত্র ইমেইলে পাঠাতে হবে এবং ইমেইলের বিষয় হিসেবে ‘হুমায়ূন আহমেদ উৎসব ২০১৫, বিভাগ : আলোকচিত্র প্রতিযোগিতা’ উল্লেখ থাকতে হবে। আলোকচিত্রের সঙ্গে আলোকচিত্রীর সংক্ষিপ্ত পরিচিতি (শ্রেণি, শিক্ষাপ্রতিষ্ঠান, মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে), জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং আলোকচিত্রের শিরোনাম বাংলা ও ইংরেজিতে পাঠাতে হবে। একজন আলোকচিত্রী সর্বোচ্চ তিনটি আলোকচিত্র পাঠাতে পারবে এবং পূর্বে কোনো আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কৃত কোনো আলোকচিত্র জমা দেওয়া যাবে না।
গল্প লেখার ক্ষেত্রে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে তাদের নিজের লেখা গল্প নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের পাঠানো গল্প থেকে বিচারকমণ্ডলীর রায়ে সেরা তিনজনকে অ্যাওয়ার্ড, সার্টিফিকেট ও প্রাইজমানি দেওয়া হবে। এ ছাড়া সেরা দশটি গল্প নিয়ে আগামী একুশে বইমেলায় চ্যানেল আগামীর উদ্যোগে একটি বই প্রকাশ করা হবে। গল্প PDF ফরম্যাটে ইমেইলে কিংবা কুরিয়ারযোগে পাঠাতে হবে। ইমেইলের বিষয় হিসেবে ‘হুমায়ূন আহমেদ উৎসব ২০১৫, বিভাগ : গল্প লেখা প্রতিযোগিতা’ উল্লেখ থাকতে হবে। একজন লেখক সর্বোচ্চ দুটি গল্প পাঠাতে পারবে।
তবে সম্মানিত অতিথি এবং বিচারকদের উপস্থিতিতে ছেলেমেয়েদের সরাসরি অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের আঁকা ছবি থেকে প্রদর্শনীর জন্য প্রাথমিকভাবে ৫০টি ছবি নির্বাচিত করা হবে। নির্বাচিত ৫০টি ছবি থেকে তিনটি ছবিকে অ্যাওয়ার্ড, সার্টিফিকেট ও প্রাইজমানি দেওয়া হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতার বিষয় : ‘তোমার চোখে হুমায়ূন’। সে ক্ষেত্রে প্রতিযোগীকে ১২ নভেম্বর বেলা ১১টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে হবে।
অনুষ্ঠানের আয়োজকরা শিশুদের উচ্ছ্বলতা আর সৃষ্টিশীলতা দিয়েই ভরিয়ে তুলতে চাইছেন এ উৎসবকে।