আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘শো চলছে’
আগামী ২৩ থেকে ২৯ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে নবম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এ উৎসবে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শো চলছে’।
১৫ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ইশতি কায়সার। ছবির চিত্রনাট্যও লিখেছেন তিনি। এর আগে ছবিটি দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৫ ও বিজয় চলচ্চিত্র উৎসব-২০১৫-তে প্রদর্শিত হয়েছিল।
গত শতকের নব্বইয়ের দশকে যাঁরা সিনেমা হলে গিয়ে ছবি দেখেছেন, তাঁদের গল্প এখন অনেকটাই চলচ্চিত্রের গল্পের মতো। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ধারণা ছিল, সিনেমা হলে গেলে ছেলেমেয়ে খারাপ হয়ে যাবে!। কিন্তু চলচ্চিত্রের প্রতি মানুষের ভালোবাসাই বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় পুঁজি।
এ রকমই একজন চলচ্চিত্রপ্রেমী শামীম। আর তার গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘শো চলছে’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প নেওয়া হয়েছে সত্য ঘটনা থেকে।
স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মাহি আশরাফ, ইয়াসিন আরাফাত, রাকিবুল ইসলাম, স্মৃতিকণা চক্রবর্তী, আবদুর রশিদ প্রমুখ।
‘শো চলছে’ ছবির পরিচালক ইশতি কায়সারের প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি ছিল ‘অদৃশ্য কুসুম’।