জয়নুল গ্যালারিতে শিল্পকর্মে ‘বিজ্ঞাপন’
বিজ্ঞাপনকে ভিত্তি করেই নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে চলমান বিশ্ব ব্যবস্থার বাজার ভিত্তিক সংস্কৃতি। যেখানে জীবন নয়, যাপনকে আধেয় করে মুনাফাকেন্দ্রিক নেতিবাচকের বিজ্ঞাপনই মূল ভূমিকায় অবস্থান করছে। তাই জীবন প্রাসঙ্গিক ইতিবাচক বিজ্ঞাপন আজ অনিবার্য বলে মনে করছেন এই প্রজন্মের শিল্পীরা।
জীবন প্রাসঙ্গিক এমনই বিজ্ঞাপনের ইতিবাচক রূপ তুলে ধরার প্রয়াসে চারুকলা অনুষদের ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে ‘বিজ্ঞাপন’ শিরোনামে ৬৬টি শিল্পকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে একটি শিল্পকর্ম প্রদর্শনী।
গত ২৮ জানুয়ারি বিকেল ৩টায় প্রদর্শনীটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের আট বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা।
তারুণ্য যখন শিল্পে প্রভাব বিস্তার করে তখন শিল্পের রূপ হয় বহুমাত্রিক। বিমূর্ত-আধাবিমূর্ত কিংবা তেল-জল আর অ্যাক্রেলিকের মিশ্রণে চকচকে যৌথ চিত্রাঙ্কন পদ্ধতির ওয়াস ঘনটোন আবার কখনো খোদ প্রযুক্তি এসে হাজির হয়েছে গ্যালারিতে। ইন্সটলেশন, ফাউন্ড অবজেক্ট, স্কাল্পচার, ডিজিটাল প্রিন্ট, ট্রাপেস্ট্রি, অ্যাক্রেলিক, তেলরঙ, জলরঙ এবং ‘কনসেপ্ট বেইজড’ সব শিল্পকর্ম নিয়ে বিজ্ঞাপনের এক মহাযজ্ঞ জয়নুল গ্যালারি।
প্রতিযোগিতার এই বাজারে সবাই নিজের বিজ্ঞাপনে নিজেকে প্রকাশে মত্ত। নিজ সত্ত্বা আর পণ্যের নানা দিক উপস্থাপনের মাধ্যমে স্থায়ী আসন পাততে চায় বাজারে। এমনই ভাবনা ফুটে উঠেছে তরুণ কার্টুনিস্ট ও শিল্পী আরাফাত করিমের ‘LIFE IN CMYK’ নামক শিল্পকর্মে। অনেকটা এক্সপেরিমেন্টাল পপআর্ট বৈশিষ্ট্যমণ্ডিত এই শিল্পকর্মে শিল্পী নিজেরই বিজ্ঞাপন দিয়েছেন।
ডিজিটাল প্রিন্টে বিভিন্ন প্রচ্ছদ নিয়ে এসেছেন শিল্পী শাওন, রাজিব ও আলামিন। কবিগুরু রবীন্দ্রনাথের নন্দিনীকে উপস্থাপন করেছেন নিজস্ব দৃষ্টিভঙ্গিতে। ফুটিয়ে তুলেছেন নন্দিনীর কমনীয় রূপ। ভাস্কর বাবর তাঁর ‘সংগ্রাম’ নামক শিল্পকর্মে আধাবিমূর্ত নারী অবয়বে গতি আনতে চেয়েছেন। দেখাতে চেয়েছেন সব বাধা উপেক্ষা করে নারীরা এগিয়ে যাচ্ছে। ভাস্কর সুমন বর্মণ স্বপ্ন দেখেন তাঁর স্বপ্নযানে চড়ে বিশ্বের অপরূপ সৌন্দর্য অবলোকনের। সে জন্যই হয়তো তার স্বপ্নযানটি ফড়িঙের আদলে বানিয়েছেন।
আবার সহপাঠীদের শিল্পকর্মের কিছুটা সমালোচনা নিয়ে ‘শিল্পীর বিজ্ঞাপন’ একটি নামে লিফলেট বের করেছেন শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী এম এ মান্নান।
এমনই সব নতুনত্ব নিয়ে সাজনো এই প্রদর্শনী শেষ হবে আজ শনিবার, ৩০ জানুয়ারি, রাত ৮টায়।