‘আবিষ্কার সাহিত্য পুরস্কার’ পেলেন তিন প্রখ্যাত সাহিত্যিক
বাংলা সাহিত্যের অনন্য তিন জীবন্ত কিংবদন্তি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কথাশিল্পী সমরেশ মজুমদার ও কবি নির্মলেন্দু গুণ। বাংলাসাহিত্যে বিশেষ অবদানের জন্য এই তিন সাহিত্যিককে পুরস্কৃত করল প্রকাশনা সংস্থা ‘আবিষ্কার’।
গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে পুরস্কারপ্রাপ্তদের হাতে প্রথমবারের মতো ‘আবিষ্কার সাহিত্য পুরস্কার-২০১৬’ শীর্ষক এই পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সভাপতি আনিসুজ্জামান বলেন, ‘যারা পুরস্কার পেয়েছেন তাঁদের দীর্ঘদিনের সাহিত্যজীবন সম্পর্কে আমরা জানি। তাঁরা এর আগেও বহু পুরস্কার পেয়েছেন। আবিস্কার সাহিত্য পুরস্কারটি নতুন ও অপরিচিত। আমি আশা করব, পুরস্কারপ্রাপ্তদের নামের মাহাত্ম্যে এ পুরস্কার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’
পুরস্কার প্রদান শেষে অনুভূতি প্রকাশ করেন কবি নির্মলেন্দু গুণ। তিনি বলেন, ‘আজ এপার বাংলা ও ওপার বাংলার জনপ্রিয় সাহিত্যিকদের সাথে যুক্ত করে আমাকে যে পুরস্কার দেওয়া হলো তাতে আমি খুবই আনন্দিত। আমাদের কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়ার জন্য আবিষ্কারকে ধন্যবাদ।’
কথাশিল্পী সমরেশ মজুমদার তাঁর অনুভূতি প্রকাশ বলেন, ‘আমাকে বলা হচ্ছে ভারতের লেখক। আমি কিন্তু ভারত বা বাংলাদেশের লেখক নই। আমি বাংলা ভাষার লেখক। জীবন রহস্যময়। এ জীবনে বেঁচে থাকা তার সৃষ্টিকর্মের মাধ্যমে। আমাকে আজ এ পুরস্কার দেওয়ায় আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
সৈয়দ শামসুল হক বলেন, ‘খুব আনন্দ হলো আজ তিনজন একসাথে পুরস্কৃত হলাম। দিনটি স্মরণীয় হয়ে রইল। আমি এই পুরস্কার গ্রহণ করে গর্বিত, আনন্দিত।
‘আবিষ্কার’-এর পক্ষে থেকে অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে উত্তরীয় পরিয়ে দেন সৈয়দ শামসুল হক।