শিল্পকলায় ‘আব্দুল জব্বার খান জন্ম শতবর্ষ উৎসব’
দেশের প্রথম পূর্ণাঙ্গ সবাক ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের সফল নির্মাতা আব্দুল জব্বার খান। ষাট বছর আগে ‘মুখ ও মুখোশ’ নির্মাণ ও মুক্তির মধ্য দিয়ে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে বাংলাদেশের চলচ্চিত্র নতুন সম্ভাবনার আলো দেখায়।
প্রথিতযশা চলচ্চিত্র ব্যক্তিত্ব আব্দুল জব্বার খানের জন্ম ১৯১৬ সালের ১৬ এপ্রিল। তাঁর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হচ্ছে ‘আব্দুল জব্বার খান জন্ম শতবর্ষ উৎসব’। আজ দিবসটি উদযাপনের জন্য ছয় দিনব্যাপী অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উৎসবের প্রথমদিনে আজ বেলুন, ফানুস এবং পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করবেন নায়করাজ রাজ্জাক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। ‘আব্দুল জব্বার খান জন্ম শতবর্স উৎসব উদযাপন কমিটি’ কর্তৃক আয়োজিত এই উৎসবে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং জাজ মাল্টিমিডিয়া। উৎসবটি চলবে ২১ এপ্রিল পর্যন্ত। গতকাল শুক্রবার দুপরে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
আব্দুল জব্বার খান ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্র মুক্তির পর তেমন কোনো স্বীকৃতি পাননি। কেবল এফডিসিতে তাঁর নামে একটি পাঠাগার রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সোনারগাঁও সার্ক ফোয়ারা থেকে বিএফডিসি ছাড়িয়ে টঙ্গী ডাইভারশন রোড পর্যন্ত সড়কটির নামকরণ করা হয় 'আবদুল জব্বার খান সড়ক' হিসেবে। এ চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে যতটা আলোচনা কিংবা তাঁর কাজের যতটা মূল্যায়ন হওয়া উচিত ছিল তা আজ অবধি হয়নি। অথচ আমাদের দেশের প্রথম পূর্ণাঙ্গ সবাক চলচ্চিত্রের সফল নির্মাতা ছিলেন আব্দুল জব্বার খান (১৯১৬-২০১৬)। যার হাত ধরে আমাদের এই ভূখণ্ডে চলচ্চিত্র শিল্পের সূচনা হয়েছিল আজ থেকে ষাট বছর আগে।