রবীন্দ্রনাথের ‘রথের রশি’র শ্রুতিরূপ
সম্পূর্ণ নতুন একটি প্রযোজনা নিয়ে হাজির হচ্ছে ঐতিহ্যবাহী আবৃত্তির সংগঠন ‘স্বরবৃত্ত’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ‘রথের রশি’র শ্রুতিরূপ নিয়ে মঞ্চে আসছে সংগঠনটি।
আগামী ২২ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর শাহবাগে সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে মঞ্চায়িত হবে অনুষ্ঠানটি। পুরো অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছেন আবৃত্তি প্রশিক্ষক মীর বরকত।
সমাজের অভিজাত শ্রেণির অহঙ্কার এবং ধর্মীয় কুসংস্কারের কারণে প্রায় অচ্ছ্যুৎ নিম্নজাতের মানুষরা কীভাবে নিজেদের অভিজাতদের কাতারে তুলে নিয়ে আসে তাই ফুটে ওঠেছে এই নাটকে। উঁচু-নিচুর প্রভেদ ঘুচিয়ে সমাজের সবাইকে মানুষ পরিচয়ে বেঁধে ফেলতেই রবীন্দ্রনাথ রচনা করেছিলেন এ অনবদ্য নাটক ‘রথের রশি’। এবার স্বরবৃত্তের বাকশিল্পীদের কণ্ঠে ফুটে উঠবে এই নাটকের শ্রুতিরূপ।