শনিবার থেকে শুরু হচ্ছে পঞ্চম জাতীয় যুবনাট্য উৎসব
যুবকদের তথা সম্ভাবনাময় আগামী প্রজন্মকে সংস্কৃতিমনস্ক করে তোলার প্রত্যয় নিয়ে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের (পিটিএ) আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পঞ্চম জাতীয় যুবনাট্য উৎসব ২০১৬’।
আগামী ২৩ থেকে ৩০ এপ্রিল-২০১৬ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন হলে আট দিনব্যাপী উৎসবে সারা দেশের প্রায় আটটি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ২২টি যুব নাট্যদল অংশ নেবে।
আয়োজন সম্পর্কে জানাতে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ এবং পিটিএর উপদেষ্টা এস এম মহসীন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩ এপ্রিল শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ উৎসব উদ্বোধন করবেন আন্তর্জাতিক শিশু নাট্যোৎসবের প্রবক্তা ও জার্মান অ্যামেচার থিয়েটার ফেডারেশনের সভাপতি নরবার্ট রাডারমাখার।
গত ২৬ বছর পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন শিশু-কিশোর ও যুবনাট্য আন্দোলন পরিচালনা করে আসছে। বর্তমানে সারা দেশের ২৬২টি শিশু-কিশোর ও যুবনাট্য সংগঠন এই অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত।
১৯৯৫ সাল থেকে জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব ও যুব নাট্যোৎসব আয়োজন শুরু করে এরই মধ্যে চারটি যুব নাট্যোৎসব ও ১২টি শিশু-কিশোর নাট্যোৎসব আয়োজন সম্পন্ন করেছে।
দেশের শিশুনাট্য ও যুবনাট্য আন্দোলনকে বেগবান করার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি, বিশেষ করে শিশু নাটককে আন্তর্জাতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে পিটিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পিটিএভুক্ত দলগুলো জার্মানি, জাপান, কিউবা, তুরস্ক, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ৮৫টি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করেছে।
এবারের উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নাট্য প্রদর্শনী শুরু হবে। এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন চারটি করে নাটক প্রদর্শিত হবে।