বিসিটিআইয়ের ‘চলচ্চিত্র-সাহিত্য’বিষয়ক সেমিনার
আজ বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত ‘চলচ্চিত্র-সাহিত্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হলো। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন আহমাদ মাযহার। আলোচক হিসেবে ছিলেন মাহমুদুল হোসেন, সাজেদুল আউয়াল ও ড. জাকির হোসেন রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিটিআইয়ের চলচ্চিত্র নির্মাণ ও প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মানজারেহাসীন মুরাদ। মূল প্রবন্ধে উঠে আসে 'চলচ্চিত্র-সাহিত্য' শব্দযুগল নিয়ে কথা। আদতে কী বোঝায় এই শব্দ। চলচ্চিত্রকে ঘিরে যেসব লেখা, সমালোচনা কিংবা আলোচনা আছে এসবকেই অভিহিত করা হলো 'চলচ্চিত্র-সাহিত্য' হিসেবে। চলচ্চিত্র-সাহিত্যের পটভূমি, সূচনা, তত্ত্বভিত্তিক আলোচনা কিংবা আকরিক গবেষণা এসব বিষয় উঠে এসেছে মূল আলোচনাকে ঘিরে।
মূল প্রবন্ধের আলোচনা প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসীন মুরাদ বলেন- ‘সত্তর-আশির দশক থেকে শুরু করে পরবর্তী সময়ও অনেক সাময়িকীতে চলচ্চিত্রভিত্তিক উল্লেখযোগ্য লেখা পাওয়া গিয়েছিল। এসব লেখার কথা চলচ্চিত্র-সাহিত্য প্রসঙ্গে যদি উঠে আসে তবে ভালো হয়।’
অনুষ্ঠানের পরবর্তী অংশে লেখক ও গবেষক রেজাউল করিম সুমনের বক্তব্যে অনলাইন আর্কাইভের গুরুত্বের কথা উঠে আসে। দিনার মাহমুদ চলচ্চিত্রভিত্তিক সমালোচনা-সাহিত্যে দেশের সামগ্রিক পরিবেশ, সমালোচকদের অসততা ও অসহিষ্ণুতার কথা তুলে ধরেন। প্রত্যুত্তরে মাহমুদুল হোসেন বলেন- ‘সমালোচনা সাহিত্য হলো চলচ্চিত্র নির্মাণের বাই-প্রোডাক্ট। যত দিন ভালো চলচ্চিত্র নির্মিত হওয়ার মতো পরিবেশ গড়ে উঠবে না, মানসিকতা তৈরি হবে না- তত দিন সমালোচনা-সাহিত্যের মান উন্নত হওয়াও কষ্টসাধ্য বিষয়।’
ফরাসি চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘কাইয়ে-দ্যু-সিনেমা’র পুরোনো সংখ্যাগুলো অনলাইনে সার্চ দিয়ে পড়ে নেওয়ার কথা উল্লেখ করে মাহমুদুল হোসেন বলেন – ‘তখনো বিশ্বনন্দিত চলচ্চিত্র নির্মাতারা নিজেদের সহকর্মীদের চলচ্চিত্রকে কিছুটা ছাড় দিয়েই কথা বলেছেন। তবে ক্রমাগত ভালো সমালোচনার প্রত্যাশা করে যাওয়াই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত।’
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) নিয়মিত বিভিন্ন গুরুত্ববহ বিষয়ের ওপর সেমিনারের আয়োজন করছে। নিয়মিত এই আয়োজনের অংশ হিসেবেই পরবর্তী সময়ে সেন্সরশিপের নীতিমালার ওপর সেমিনারের আয়োজন করা হবে।