এএপি পাবলিশিং অ্যাওয়ার্ড পেল শুদ্ধস্বর
বাংলাদেশি প্রকাশনা সংস্থা শুদ্ধস্বর যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য অ্যাসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্সের (এএপি)-২০১৬ ইন্টারন্যাশনাল ফ্রিডম টু পাবলিশ অ্যাওয়ার্ড পেয়েছে।
এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আহমেদুর রশিদ টুটুলকে গত বছর ঢাকার লালমাটিয়ার কার্যালয়ে কুপিয়ে জখম করা হয়েছিল।
প্রতি বছর অ্যাসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্স ইন্টারন্যাশনাল ফ্রিডম টু পাবলিশ কমিটি (আইএফপিটিসি) এই পুরস্কারটি দিয়ে থাকে।
গত ১৬ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মিউজিয়াম অব ন্যাশনাল হিস্ট্রিতে অনুষ্ঠিত পেন লিটারারি গালা অনুষ্ঠানে এ বছরের পুরস্কারটি প্রদান করা হয়।
শুদ্ধস্বরের পক্ষে প্রকাশনা সংস্থাটির অন্যতম প্রতিষ্ঠাতা মাহবুব লীনেন পুরস্কারটি গ্রহণ করেন। শুদ্ধস্বরের প্রকাশক টুটুল বর্তমানে নরওয়েতে থাকায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এ খবর জানিয়েছে সাহিত্যবিষয়ক ওয়েবসাইট স্যাম্পসনিয়া ওয়ে।
২০০৪ সালে আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, মাহবুব লীনেন ও জফির সেতু মিলে প্রতিষ্ঠা করেছিলেন শুদ্ধস্বর।
পুরস্কারপ্রাপ্তির বিষয়ে এএপিকে আহমেদুর রশিদ চৌধুরী টুটুল বলেন, ‘এই পুরস্কার শুদ্ধস্বরকে মুক্তমত ও স্বাধীনতার পক্ষে কাজ করতে এবং নিহত বাংলাদেশি লেখকদের হত্যার বিচার চাইতে সাহস জোগাবে।’
যুক্তরাষ্ট্রের বাইরের প্রকাশকদের দ্য জেরি লেবার ইন্টারন্যাশনাল ফ্রিডম টু পাবলিশ অ্যাওয়ার্ড দেওয়া হয়। যারা শত বাধার পরও মুক্তমত প্রকাশ ও তা সর্বত্র ছড়িয়ে দিতে নির্ভীকভাবে কাজ করেন। আইএফপিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জেরি লেবার এর সম্মানে এই পুরস্কারটি দেওয়া হয়।
দ্য অ্যাসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্স (এএপি) প্রকাশকদের একটি আন্তর্জাতিক সংগঠন। এর সদস্য সংখ্যা চার শতাধিক।