শনিবার প্রদর্শিত হবে আগনেস ভার্দার আত্মজীবনীমূলক প্রামাণ্যচিত্র
বিশ্বখ্যাত ফরাসি নির্মাতা, জীবন্ত কিংবদন্তি আগনেস ভার্দার আত্মজীবনীমূলক প্রামাণ্যচিত্র ‘দ্য বিচেস অব আগনেস’। আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর পাবলিক লাইব্রেরি সেমিনার হলে এই প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
আর এই প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ।
আগনেস ভার্দা ফরাসি নবতরঙ্গ চলচ্চিত্র আন্দোলনের উল্লেখযোগ্য একজন নারী নির্মাতা। এই নির্মাতার জন্ম ১৯২৮ সালে বেলজিয়ামে।
প্রামাণ্যচিত্র ‘দ্য বিচেস অব আগনেস’ মুক্তি পায় ২০০৮ সালে। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয় এই প্রামাণ্যচিত্র। নিজের ৮০তম জন্মদিন উপলক্ষে আত্মজীবনীমূলক প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন তিনি।
১১০ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রে দেখা যাবে, সমুদ্রপাড়ে দাঁড়িয়ে চলচ্চিত্রের পর্দায় নিজেকে উন্মোচন করছেন আগনেস ভার্দা।
সৈকতের ঢেউয়ের টানে টানে ফিরে যাচ্ছেন তাঁর শৈশবে। আবার ফিরে আসছেন সৈকতে। উঁকি দিচ্ছে তাঁর প্রেম, কল্পনা, পরিবার এবং ফেলে আসা বর্ণিল ক্যারিয়ার। স্মৃতি-বিস্মৃতির গল্প নিয়ে নির্মাতা স্বয়ং হাজির হয়েছেন এ প্রামাণ্যচিত্রে।
২০০৯ সালে ফ্রান্সে সেরা প্রামাণ্যচিত্রের জন্য সিজার অ্যাওয়ার্ড পেয়েছিল এই প্রামাণ্যচিত্রটি।