প্রকাশিত হলো আহমদ রফিকের তিনটি বই
বাংলা সাহিত্যের অসাধারণ এক ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ । তাঁর লেখালেখি নিয়ে শিশু-কিশোরদের সহজ পাঠের উপযোগী বই খুব কম লেখা হয়েছে । এবার বিশিষ্ট রবীন্দ্র-গবেষক আহমদ রফিক শিশু ও কিশোরদের জন্য সহজ ভাষায় আলাদা দুটো বই লিখেছেন- শিশুদের রবীন্দ্রনাথ ও কিশোরদের রবীন্দ্রনাথ। দুটো গ্রন্থে রয়েছে ভিন্ন উপস্থাপনায় রবীন্দ্রজীবনের সংক্ষিপ্ত রূপরেখা । আহমদ রফিকের আরো একটি নতুন গ্রন্থ ‘নির্বাচিত রবীন্দ্রনাথ’, এটি রবীন্দ্রনাথ বিষয়ক এক প্রবন্ধ সংকলন ।
গতকাল সোমবার সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে আয়োজন করা হয়েছে তিনটি বইয়ের প্রকাশনা উৎসবের। এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। এ সময় গ্রন্থগুলোর বিষয়ে আলোচনা করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও প্রাবন্ধিক ফয়জুল লতিফ চৌধুরী।