দেখি ছোট ছবি
ছেলের জন্য বাবার জীবনদর্শন ‘গিফট’
ছোটবেলা থেকেই বাবার দারিদ্র্য দেখে বড় হয়েছে জন। আর এই অভাবের কারণেই ধীরে ধীরে বাবার সঙ্গে দূরত্ব তৈরি হয় তার। একসময় ছেলে বাবার কাছ থেকে দূরে সরে যায়।
কিন্তু জনের বাবা কখনোই নিজেকে গরিব বলতেন না। তিনি বলতেন, নিজে ভোগ করার মধ্যে আনন্দ নেই, বরং অন্যকে দেওয়ার মধ্যেই আনন্দ। যে অন্যকে দিতে পারে, সে-ই ধনী।
যদিও বাবার সেসব কথা কখনোই ভালো লাগত না জনের। ছোট্ট জনের ইচ্ছা ছিল, যেভাবেই হোক বাবাকে ছাড়িয়ে যাওয়া, বাবার চেয়ে বেশি আয় করা।
বাবার থেকে এতটাই দূরে সরে যায় জন যে বাবার অনুরোধ সত্ত্বেও আর ফিরে আসে না সে। যখন আসে তখন বাবা মৃত, তার শেষকৃত্যের আয়োজন সম্পন্ন করতে।
আর তখনই জন জানতে পারে, তার বাবা কখনোই গরিব ছিলেন না। কিন্তু যতটুকু পেয়েছেন, সবটুকুই বিলিয়ে দিয়েছেন মানুষের মধ্যে।
আর শুধু নিজের নামে নয়, সেই ছোটবেলা থেকেই জনের নামে বিভিন্ন জায়গায় দান করেছেন তিনি। অথচ শেষ সময়ে নিজের অসুখের কথাটা পর্যন্ত কাউকে জানতে দেননি।
জন বুঝতে পারে তার ভুল। বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও তার আর নেই। তাই বাবার মতো করেই নিজের জীবনদর্শন ঠিক করে নেয় সে। সারা জীবন ধরে বাবার মতই অন্যদের সুখী করার ব্রত নেয় জন।
২০১৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে মুক্তি পায় ৭ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের এই ছবি। এটি পরিচালনা করেছেন ড্যানিয়েল ইয়াম। চিত্রনাট্য লিখেছেন জিয়ুগি ফু ও ড্যানিয়েল ইয়াম।
ছবিটিতে অভিনয় করেছেন মাইকেল হাদ্রেইয়েভিক চুয়া, ইয়োরো তান, জন আন্দ্রে তান প্রমুখ।
পুরো ছবিটি দেখতে পারেন এখানে