‘ধানমণ্ডি ৩২’ নিয়ে নির্মিত হচ্ছে তথ্যচিত্র
কালের পরিক্রমায় বাঙালি জাতির আপন ঠিকানা হয়ে ওঠা ‘ধানমণ্ডি ৩২’ আর বাড়িটির কর্তাব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ঘিরে নির্মিত হচ্ছে তথ্যচিত্র ‘ধানমণ্ডি ৩২—আ হোল্ডিং আইডেন্টিটি অব এ নেশন স্টেট’।
নির্মাতা ফজলুল কবীর তুহিনের চিত্রনাট্য ও পরিচালনায় তৈরি হচ্ছে ৩০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্র। সম্প্রতি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ৩২ নম্বর ধানমণ্ডিতে তথ্যচিত্রটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। তথ্যচিত্রের গবেষণায় কাজ করছেন পাঁচজনের একটি দল এবং প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন আজহার হক।
তথ্যচিত্রটির পরিচালক ফজলুল কবীর তুহিন এই প্রচেষ্টা সম্পর্কে বললেন, ‘দীর্ঘদিনের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাঙালি জাতির কালের সাক্ষী এই বাড়িটিকে ঘিরে তথ্যচিত্র নির্মাণের। চলচ্চিত্রের পাণ্ডুলিপি পর্যালোচনা করে গত ডিসেম্বর মাসের প্রথম দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষের কাছ থেকে তথ্যভিত্তিক চলচ্চিত্রটি নির্মাণের অনুমতিপত্র পাই। আশা করছি, নির্ধারিত সময়ের মাঝে কাজটি শেষ করতে পারব।’
নির্মাতা তুহিন আরো বলেন, ‘জাতির পিতার আপন ঠিকানা আর তাঁর যাপিত জীবনের নানা চড়াই-উতরাইয়ের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ধানমণ্ডি ৩২।’
গত মাসে বঙ্গবন্ধু জাদুঘরে পরপর দুদিন তথ্যচিত্রের দৃশ্য ধারণের কাজ করেছেন পরিচালক। পরবর্তী দৃশ্যধারণের কাজ হবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ির জমিটি কীভাবে পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? এই বাড়িটির কি কোনো স্থপতি ছিল? বাড়িটি ঘিরে এ রকম আরো নানা প্রশ্নের উত্তর চলে আসবে তথ্যচিত্রটিতে।