বাংলাদেশের পাশে ‘আলকেমিস্টে’র লেখক পাওলো কোয়েলহো
গুলশানে নৃশংস হামলার ঘটনার পর বাংলাদেশিদের পাশে থাকার কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান ঔপন্যাসিক পাওলো কোয়েলহো। গতকাল নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে ইংরেজিতে বাংলাদেশে এই জঙ্গি হামলার প্রতিবাদ জানান তিনি এবং এই সংকটময় মুহূর্তে বাংলাদেশিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পাওলো কোয়েলহো তাঁর পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি, যারা অনেক কষ্ট সহ্য করেছেন। এবং এখন এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের শোকে ন্যুব্জ। আপনাদের এই অসহ্য কষ্টের অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা আমার নেই। কিন্তু আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার হৃদয় এবং ভালোবাসা আপনাদের সঙ্গে রয়েছে।’
একই সঙ্গে নিজের লেখা একটি উক্তিও প্রকাশ করেন জনপ্রিয় এই লেখক। সেটি হলো, ‘জীবনের গোপন রহস্য হচ্ছে সাতবার পড়ে গিয়ে আটবারে উঠে দাঁড়ানো’।
ফেসবুকে শামারুপ কুরেশি নামের এক বাংলাদেশি ব্যবহারকারী গুলশানের নৃশংস হামলার কথা বর্ণনা করে বাংলাদেশি তরুণদের উদ্বুদ্ধ করার জন্য কিছু লেখার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ নিয়ে পোস্ট করেন পাওলো কোয়েলহো।
পাওলো কোয়েলহোর পুরো নাম পাওলো কোয়েলহো ডি’সুজা। ১৯৪৭ সালের ২৪ আগস্ট ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর উপন্যাস ‘দ্য অ্যালকেমিস্ট’ বিশ্বজুড়ে ৮০টি ভাষায় অনুবাদ করা হয়েছে। পর্তুগিজ ভাষায় লেখালেখি করেন তিনি।