কবিতার এপার ওপার
‘রাজনৈতিকভাবে বাংলা ভাগ হলেও সাহিত্য ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রে এপার-ওপার, দুই পারেই একটা অভিন্নতা দেখা যায়’—এমনটাই মত বাংলাদেশের স্বাধীনতা পদক পাওয়া কবি নির্মলেন্দু গুণের। আসলেই দুই বাংলার কবিদের মধ্যে মিল রয়েছে। তাঁদের জীবন-দর্শন থেকে শুরু করে চারপাশ নিয়ে ধ্যানধারণা, এমনকি তাঁদের কবিতা-উপন্যাসে ব্যবহৃত রূপেও ধরা পড়ে যায় সেই মিল। আর এ দুই বাংলার কবিদের একই সঙ্গে পাঠকের কাছে নিয়ে এলো সাদেক সরওয়ার সম্পাদিত কবিতার বই ‘কবিতায় এপার ওপার’।
এতে আছে এপার বাংলা ও ওপার বাংলার ৩৫ জন উদীয়মান কবির ১০৮টি কবিতা। আছে এপার বাংলার কবি আসিফ চৌধুরী, কণা, সৌমেন অনন্ত, ওয়াহিদ ইবনে রেজা, মোস্তফা মনোয়ার ও অন্তরা স্কলাস্টিকা গোমেজের মতো তরুণ কবিদের কবিতা। আবার তাঁদের সঙ্গে যেন একই সাগরের অন্য নদী হয়ে মিলে গেছে ওপার বাংলার শুভদীপ মাইতি, নবারুণা গাঙ্গুলি, অপূর্ব নাথ, সুদীপ্তা গোস্বামীর কবিতা।
‘ভূখণ্ড ভাগ হয়েছে ঠিকই, কিন্তু সংস্কৃতিগত দিক থেকে দুই বঙ্গের মানুষ বিচ্ছেদ মানেনি’, ওপার বাংলার বিখ্যাত কবি রুদ্র গোস্বামীর এই লাইনটিই যেন গেঁথেছে দুই বাংলার কবিদের কবিতা দিয়ে সাদেক সরওয়ার সম্পাদিত ‘কবিতায় এপার ওপার’ এই বইটিকে।
বইটি পাওয়া যাবে আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর ‘ষষ্ঠ বাংলাদেশ বইমেলা কলকাতা-২০১৬’-তে অনিন্দ্য প্রকাশের ১১ নম্বর স্টলে এবং বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হবে আগামী ৪ সেপ্টেম্বর, বিকেল ৪টায় কলকাতার রবীন্দ্রসদনে। বইটির মোড়ক উন্মোচন করবেন বর্তমান সময়ে দুই বাংলার জনপ্রিয় কবি রুদ্র গোস্বামী। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।