প্রবর্তিত হলো হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার
প্রবর্তিত হলো এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার। গতকাল শনিবার বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে এক্সিম ব্যাংক ও অন্যদিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অন্যদিনের সম্পাদক মাজহারুল ইসলাম। শুধু কথাসাহিত্যের দুটি শ্রেণীতে এই পুরস্কার দেওয়া হবে।
একটি পুরস্কারের অর্থমূল্য পাঁচ লাখ টাকা, অন্যটির (নবীন সাহিত্যশ্রেণী) অর্থমূল্য এক লাখ টাকা। দ্বিতীয় পুরস্কারের জন্য ৩০ জুনের মধ্যে বই জমা হবে। হুমায়ূন আহমেদের জন্মদিনকে (১৩ নভেম্বর) সামনে রেখে প্রতিবছর ১২ নভেম্বর এই পুরস্কার প্রদান করা হবে। এ বছরের পুরস্কার প্রদান অনুষ্ঠানটি বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত হবে।