মুহাম্মদ মহিউদ্দিন মুহাম্মদ মহিউদ্দিন

লেখক ও গল্প বিষয়ক পত্রিকা 'গল্পকার'-এর সম্পাদক। এপর্যন্ত লিখেছেন আটটি উপন্যাস ও টেলিভিশনে প্রচার হয়েছে তাঁর রচিত একাধিক নাটক। ২০০১ সালে তিনি প্রথম জাতীয় অধ্যাপক কবীর চৌধুরি সাহিত্য পুরস্কার পান 'নিশাচর আবেদ আলী' (২০০০) উপন্যাসটির জন্য। মহিউদ্দিন জন্মগ্রহণ করেছেন ১১ নভেম্বর, চট্টগ্রামে।

  •