ড. রাহমান নাসির উদ্দিন
নৃবিজ্ঞানী; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক। পড়া এবং পড়ানো তাঁর পেশা ও নেশা। সমাজ, সংস্কৃতি, রাষ্ট্র ও রাজনীতির গড়ন, আচরণ, মিথস্ক্রিয়া এবং বিকাশ বিষয়ে পঠন-পাঠন, চিন্তাভাবনা ও লেখালেখি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর করে উত্তর-ঔপনিবেশিক রাষ্ট্রে সাংস্কৃতিকভাবে ভিন্ন মানুষের প্রান্তিকীকরণ প্রক্রিয়া নিয়ে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন। উপনিবেশবাদ ও উত্তর-ঔপনিবেশবাদের মধ্যকার সম্পর্ক (মোহাব্বত ও মোকাবেলা) বিষয়ে 'ব্রিটিশ একাডেমি ফেলো' হিসেবে যুক্তরাজ্যে পোস্ট-ডক্টরাল গবেষণা করেছেন। তিনি উত্তর-ঔপনিবেশিক রাষ্ট্রে ঔপনিবেশিকতার আসর ও এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন দিল্লি স্কুল অব ইকোনমিকস-এ গবেষণা ফেলো হিসেবে কাজ করেন। নব্য-উদারবাদী রাষ্ট্রব্যবস্থা ও রাষ্ট্র-সৃষ্ট প্রান্তের আন্তসম্পর্ক বিষয়ে হুমবোল্ড ভিজিটিং স্কলার হিসেবে জার্মানির একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা ও অধ্যাপনা করেন। এই ফেলোশিপের আওতায় তিনি জার্মান ও ফরাসি সমাজচিন্তার ইতিহাস, বিকাশ ও বর্তমান অবস্থার ক্রিটিক্যাল ও র্যাডিক্যাল দিক নিয়ে গবেষণা করেন। অতিসম্প্রতি তিনি বিশ্বখ্যাত 'লন্ডন স্কুল অব ইকোনমিকস'-এর নৃবিজ্ঞান বিভাগে 'ভিজিটিং ফেলো' হিসেবে উচ্চতর গবেষণা সম্পন্ন করছেন।