অবৈধভাবে নিয়োগের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
অধ্যক্ষ পদে অবৈধভাবে নিয়োগ পাওয়ার অভিযোগে রংপুর সমাজ কল্যাণ বিদ্যাবিধী উচ্চ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নাহিদ ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (১৬ মে) দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ বিষয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহার থেকে জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালনরত অবস্থায় গভর্নিং বডির সদস্য থেকে শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও অধ্যক্ষ পদে নিয়োগ লাভের জন্য আবেদন করেন এবং সাজানো একটি নিয়োগ পরীক্ষার মাধ্যমে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান নাহিদ ইয়াসমিন। তিনি ১৯৮৭ সালে ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন।
নাহিদ ইয়াসমিন সমাজ কল্যাণ বিদ্যাবিধী উচ্চ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়টি ১৯৮৮ সালের মার্চে এমপিও ইনডেক্সভুক্ত হন। সাবেক অধ্যক্ষের অবসরজনিত কারণে ২০০১ সালের ৯ জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান নাহিদ ইয়াসমিন এবং পদাধিকার বলে গভর্নিং বডির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান। কিন্তু, শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও নিজেই আবেদন করে গভর্নিং বডিকে প্রভাবিত করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অধ্যক্ষ পদে স্থায়ী নিয়োগ পান।
এ জন্য তার বিরুদ্ধে বেসরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ সংক্রান্তে বিদ্যমান নীতিমালা ভঙ্গ করার পাশাপাশি দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ এনেছে দুদক।