অর্ধদিবস হরতালে রাজধানীতে তীব্র যানজট
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পল্টন, শাহবাগ-কেন্দ্রিক হরতালের প্রভাব পড়েছে পুরো রাজধানীতে। আজ সোমবার সকাল থেকে গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। রাস্তায় রিকশা, বাস, প্রাইভেটকার চলাচল স্বাভাবিক দিনের মতোই। তবে, সড়কে গাড়ির চাপ তীব্র। এতে তীব্র ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন। সড়কে যানগুলো যেন সারি ধরে দাঁড়িয়ে রয়েছে।
আজ সোমবার সকাল থেকে খোঁজ নিয়ে জানা যায়, হরতালের প্রভাব নেই মতিঝিল ও নিউমার্কেটের মতো ব্যস্ত এলাকাতে। সেসব এলাকায় মানুষের সঙ্গে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, সকাল থেকে পল্টন এলাকায় বন্ধ থাকে। সেখানে বাম দলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। এদিকে, বাম জোটের হরতালকে কেন্দ্র করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সাদা পোশাকে পল্টন মোড়ে অবস্থান নিতে দেখা যায়।
গুলশান ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন বলেন, রাজধানীর বেশির ভাগ এলাকায় হরতাল সমর্থনে কোনো পিকেটিং হয়নি। রামপুরা থেকে উত্তরাগামী সড়কে যানজট রয়েছে।
নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ১১ মার্চ পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করে বাম জোট।