অস্ত্রের মুখে টাকা ছিনতাই : নাটোরে বাইকার দলের ৫ সদস্য আটক
নাটোর জেলার অভ্যন্তরীণ সড়কে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেওয়া বাইকার দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
এ সময় দুটি মোটরবাইক, দুটি চাপাতি এবং ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বাইকার দলের সদস্যেরা নাটোর জেলার বিভিন্ন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাদের সোর্স রেখে দেয়। সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী, বাইকে অর্থ বহনকারীদের নিশানা করে ফাঁকা রাস্তায় ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়া হয় টাকা।
চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত জেলার সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার অভ্যন্তরীণ সড়কে ঘটে যাওয়া ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে বাইকার গ্রুপের সন্ধান পায় পুলিশ। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে আটক করা হয় আব্দুল করিম, সোহেলা রানা, রইচ উদ্দিন, ইয়াকুব ও রাজিব ওরফে রাজু নামের ছিনতাইকারীকে। এর মধ্যে সর্বশেষ আটক রাজু (২৮) ছাড়া বাকি চার জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক রইচের বাড়ি পাবনা চেজলার সুজানগর। বাকি চার জনের বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়।