অস্ত্রোপচারের পর ‘মৃত্যুর মুখে’ গৃহবধূ, হাসপাতালের দিকে আঙুল পরিবারের
নিবন্ধনহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযানের মধ্যেই রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় একটি ক্লিনিকে জরায়ুতে অস্ত্রোপচারের সময় এক গৃহবধূর প্রস্রাবের নালি কাটার অভিযোগ উঠেছে।
মুমূর্ষু অবস্থায় ওই নারী এখন মৃত্যুর মুখে বলে অভিযোগ তাঁর পরিবারের। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছে ওই পরিবার।
এদিকে, এ ঘটনার পর গা ঢাকা দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।
জানা গেছে, জরায়ুর টিউমারজনিত সমস্যা নিয়ে সম্প্রতি আশুলিয়ার জামগড়া দি ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন রহিমা বেগম। সেখানে তাঁর জরায়ুর অস্ত্রোপচার করেন ডা. ফৌজিয়া আক্তার।
অস্ত্রোপচারের পর থেকেই রহিমা বেগমের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকেরা জানান—জরায়ুর অস্ত্রোপচার করতে গিয়ে তাঁর প্রস্রাবের নালি কেটে ফেলা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, রহিমার অবস্থা গুরুতর।
এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, দি ল্যাব এইড হাসপাতালের অনুমোদন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকের গাফিলতি পাওয়া গেলে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, নিবন্ধন না থাকায় সাভার ও ধামরাইয়ে একটি হাসপাতাল ও তিনটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।