আগামী জুন-জুলাইয়ে আঘাত আসবে বাংলাদেশে : শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে আঘাত আসবে বাংলাদেশে।
নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে আজ শনিবার (৪ মার্চ) বিকেলে ক্রিয়েটিভ গ্রাজুয়েট এসোসিয়েশনের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান একথা বলেন। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মহিলা লীগের সভানেত্রী শিরিন বেগম।
বিএনপিকে উদ্দেশ্য করে এসময় শামীম ওসমান বলেন, ‘তারা আবার বাংলাদেশে লাশের রাজত্ব সৃষ্টি করবে। এমনকি তাদের দলের বড় বড় জাতীয় নেতাকে প্রয়োজন হলে তারা হত্যা করবে। এগুলো করে তারা ইস্যু সৃষ্টি করার চেষ্টা করবে। কারণ যেভাবেই হোক তারা নির্বাচন বন্ধ করতে চায়। তারপরেও ঐসব করে তারা পারবে না।’
শামীম ওসমান আরও বলেন, আমি নারায়ণগঞ্জে একটি স্লোগান শুনেছি। ‘হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাবার নাম’। আমার মনে হয় আমি জাতির পিতার সৈনিক হতে পারিনি। আমার হাত পা বাধা। না হলে জনগণের কাছে যদি ভালভাবে বিচার দেই, জনগণ তাদের কাছে কীভাবে পৌছাবে জানা নেই। এমন কোনো বক্তব্য দিবেন না, জনগণ কিন্তু ঘরে বসে থাকবে না। জনগণের কাছে বিচার দিলে বাড়ির ইট থাকবে না।
নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘হিন্দু সমাজের কাছে সবচেয়ে শ্রদ্ধার বিষয় হরে কৃষ্ণ হরে রাম। যারা এ স্লোগান দেয় তারা কত বড় সাম্প্রদায়িক শক্তি হতে পারে ভেবে দেখুন। শেখ হাসিনা মুসলমান, বঙ্গবন্ধুও মুসলমান। আমি মুসলমান ও সনাতনীদের জিজ্ঞেস করতে চাই, এরা কারা যারা হিন্দু ধর্মকে আঘাত করে। এরা দুটো ধর্মকে সমানভাবে আঘাত করল। ওরা মানুষ পুড়িয়ে মেরেছে।’