আটকের পরও থামছিল না হাসি!
ক্যামেরার ক্লিকের সঙ্গে সঙ্গে বাড়ছিল তাঁর হাসি। প্রথমে মুচকি হাসি। পরে ধীরে ধীরে বেরিয়ে আসছিল দাঁত। অনুশোচনা নেই, অপরাধবোধ নেই। গাঁজাসহ আটক কামাল হোসেনের (২৭) এমন অবস্থা দেখে হেসে ওঠেন পুলিশ সদস্যেরাও। ‘নেশা হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়, এ যেন তারই প্রমাণ’ বলে মন্তব্য করেন সেখানে উপস্থিত অনেকে।
গত সোমবার দিনগত রাতে কামাল হোসেনকে আটক করে পুলিশ। এ সময় তাঁ!র কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। কামাল চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের ইছামতি ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।
আটক করা কামাল হোসেনকে তাঁর হাসির কারণ জানতে চাইলে বলেন, ‘আমি নেশা করি না, শুধু একটু গাঁজা খাই। একটু বেশি করেই গাঁজা রেখেছিলাম বাড়িতে।’
কামাল বলেন, ‘গাঁজা খাই, এটা মিথ্যা বলার দরকার নেই। আমি সব সময়ই বেশি করে গাঁজা কিনে বাড়িতে রেখে দিই। পরে শেষ হলে আবার কিনি। এবার বাড়িতে রাখতেই পুলিশ এসে আমাকে ধরল।’
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, ‘কামালকে আটক করে নিয়ে আসার পর থেকেই সে শুধুই হাসছিল। আটকের পর এমনটি দেখা যায় না। হাসি দেখে মনে হচ্ছিল—ওর কোনো পিছুটান নেই, অথচ তাঁর বাড়িতে সবাই আছে।’
ওসি বলেন, ‘কামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’