আবারো ক্ষমতায় বসার পরিকল্পনা করছে আ.লীগ : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বাংলাদেশের সংবিধানকে কেটেছিড়ে আওয়ামী সংবিধানে পরিণত করেছে এ সরকার। আওয়ামী লীগ সন্ত্রাসী কায়দায় ক্ষমতায় বসেছে। আগামগীতেও একই কায়দায় ক্ষমতায় বসার পরিকল্পনা করছে।
আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
দেশ আজ দিন দিন খারাপের দিকে অগ্রসর হচ্ছে উল্লেখ করে এ থেকে উত্তরণে সরকারকে পদত্যাগ গ্রহণ করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান বিএনপির এই মহাসচিব।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই, তাই তাঁর কথায় পাত্তা না দেওয়ার কথা জানান মির্জা ফখরুল।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।