আমরা কোনোভাবেই ডিম আমদানি করব না : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা একটু কষ্ট করে চলব। তারপরও ডিম আমদানি করব না। দুই-তিন মাস পরে এমনিতেই ডিমের দাম কমে আসবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন কৃষিমন্ত্রী।
মন্ত্রী বলেন, আমরা একটু কষ্ট করি। তারপরও ডিম আমদানি করব না। দুই-তিন মাস পর খামারিরা ডিম বেচতেই পারবে না। এটা নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কোনোক্রমেই যেন ডিম আমদানি করা না হয়।
কৃষিমন্ত্রী বলেন, কয়েকদিন আগেই ডিম বিক্রি করতে পারছিল না। এখন সবাই বাচ্চা তৈরি করছে। আবার কখনও কখনও ব্রয়লার মুরগি ৯০-১০০ টাকায় নেমে আসে। গত তিন বছর ধরে এটা চলছে। পোল্ট্রি ফার্মের মালিকরা লস দিতে দিতে আর লস করতে রাজি না। এ কারণেই দাম ওঠানামা করে।