আমি সে যাত্রায় জানে বেঁচে যাই : বাহাউদ্দিন নাছিম
আ ফ ম বাহাউদ্দিন নাছিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশে কৃষিবিদদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের দুবার মহাসচিব ও দুবার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
জন্ম ও শিক্ষাজীবন
বাহাউদ্দিন নাছিম ১৯৬১ সালের ১১ নভেম্বর মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম এ এন মহিউদ্দিন আহমেদ ও মা নূরজাহান বেগম। তিনি মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবন থেকেই বাহাউদ্দিন নাছিম রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি প্রথমে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি, এরপর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ওই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি কেন্দ্রীয় ছাত্রলীগেরও সদ্স্য হন।
রাজনীতিতে প্রবেশ
বাহাউদ্দিন নাছিম সক্রিয় রাজনীতিতে প্রবেশ করে বেশ কিছুদিন কৃষক লীগের দায়িত্ব পালন করেন। এরপর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হন এবং পরে সভাপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এনটিভি অনলাইন বিশেষ সাক্ষাৎকার প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে। এ বিশেষ সাক্ষাৎকারের প্রথম পর্বে কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সাক্ষাৎকারটি নিয়েছেন এনটিভি অনলাইনের স্টাফ করেসপনডেন্ট ফখরুল শাহীন।
এনটিভি অনলাইন : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কীভাবে মূল্যায়ন করবেন?
আ ফ ম বাহাউদ্দিন নাছিম : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি অনন্য, তিনি অসাধারণ। তিনি একজন অসম সাহসী নেতা, তিনি একজন বীর। তিনি বাঙালি সাংস্কৃতি, বাঙালির শিল্পকলা, সাহিত্য সব কিছুই ধারণ করতেন। তাঁর বিশালতা হচ্ছে, তিনি বাঙালি ও বাংলাদেশকে ভালোবাসতেন। এ ভালোবাসাই তাঁর কৃতিত্ব ও অনন্য সাধারণ গুণাবলি। কিন্তু বাঙালি কিছু ঘাতক এ ভালোবাসার সুযোগ নিয়েই তাঁকে সপরিবারে হত্যা করেছে। আর আমরা হারিয়েছি আমাদের মহান নেতাকে।
এনটিভি অনলাইন : জাতির পিতা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন, তার কতটুকু বাস্তবায়ন হয়েছে?
আ ফ ম বাহাউদ্দিন নাছিম : জাতির জনক যে স্বপ্ন দেখে ছিলেন, যে স্বপ্ন পূরণে তিনি এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু এ চলার পথে তারা বাধা সৃষ্টি করেছে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি শেখ হাসিনার নেতৃত্বে।
এনটিভি অনলাইন : রাজনীতিবিদ হিসেবে দেশকে কোথায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন?
আ ফ ম বাহাউদ্দিন নাছিম : একজন রাজনীতিবিদ হিসেবে আমরা জাতির পিতার সোনার বাংলা গড়তে চাই। আমরা একটি অসম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ চাই। আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ চাই। আর সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।
এনটিভি অনলাইন : একজন মেধাবী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে আপনার সুনাম রয়েছে, অনেক তরুণ আপনাকে আইডল মনে করেন। পরিচ্ছন্ন রাজনীতির জন্য কী কী গুণ থাকা উচিত?
আ ফ ম বাহাউদ্দিন নাছিম : আমি মনে করি প্রথমে তাকে সৎ ও সাহসী হতে হবে। তাকে বিনয়ী হতে হবে, বিজ্ঞান মনষ্ক হতে হবে। তাকে দেশ ও মানুষকে ভালোবাসতে হবে। মা, মাটি ও মানুষের প্রতি ভালোবাসা যার নাই, তার রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নাই।
এনটিভি অনলাইন : দুর্নীতিমুক্ত দেশ গড়তে আওয়ামী লীগের পদক্ষেপ যথেষ্ট কি না?
আ ফ ম বাহাউদ্দিন নাছিম : আমি মনে করি; দুর্নীতির বিরুদ্ধে যে সংগ্রাম তা নিরবচ্ছিন্ন সংগ্রাম। এ সংগ্রাম কোনো একটি সরকারের নয়। এ সংগ্রাম সবার। সবাই মিলে এ সংগ্রাম চালিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জিরো টলারেন্স নীতি, আজকের এই দিনে দাঁড়িয়ে তা সামনের দিকে নিয়ে যেতে চাই।
এনটিভি অনলাইন : বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি নিয়ে সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দিয়ে উঠছে, আওয়ামী লীগ এটা কীভাবে রুখে দাঁড়াবে?
আ ফ ম বাহাউদ্দিন নাছিম : আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য থেকে আমরা কখনও বিচলিত হইনি এবং হবও না। আর এটা কিন্তু এখন সাংবিধানিক বিষয়, রাজনৈতিক বিষয় নয়। সুতরাং সামগ্রিক জনগোষ্ঠীকে একত্রিত করে আমরা এ সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলব।
এনটিভি অনলাইন : রাজনৈতিক জীবনের কোনো স্মৃতি যদি বলেন …।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম : সামরিক সরকারের সময় যখন রাজনীতিবিদদের চরিত্র হননের জন্য মামলা করা হয়, সেখানে আমাকেও আসামি করা হয়। জেলে নিয়ে অনেক অত্যাচার করা হয়। তা এখনো ভুলবার মতো নয়।
২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি আমি দেশের বাইরে যাচ্ছিলাম। আমাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। আমার পরিবার জানে না। আমার হাত-পা বাঁধা, মুখোশ পরানো। আমি বাঁচব কি না, তা জানি না। কোনো কিছুই বুঝতে পারছিলাম না। টানা ১০ দিন চলেছিল আমার ওপর অত্যাচার-নির্যাতন। আমার বিরুদ্ধে মামলা দায়ের করে আমাকে রাজসাক্ষী হতে বলা হয় বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার বিরুদ্ধে। কিন্তু আমি হইনি। আমার ওপর নির্যাতন করা হয়, পাশবিক নির্যাতন করা হয়। যা আমার রাজনৈতিক জীবনের করুণতম সময় ছিল। একজন রাজনীতিবিদ হিসেবে এর চেয়ে কষ্টের, এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। সেই দিন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিরা আমাকে ফিরে পাওয়ার জন্য বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আন্দোলন করে। আমি সে যাত্রায় জানে বেঁচে যাই।