আলেমরা কারও ক্ষতি করে না : মাওলানা কাসেমী
টুপি-দাড়ি দেখলেই যারা রাজাকার ভাবে, তারা মূর্খের স্বর্গে বাস করে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের দিনাজপুর জেলা শাখার আমির মাওলানা মতিউর রহমান কাসেমী। তিনি বলেন, ‘দোকানপাট, অফিস-আদালত, কোর্ট- কাচারি সবকিছু বন্ধ রেখে আমরা সরকারকে জানাতে চাই- আলেমরা কারও ক্ষতি করে না। আলেমদের রক্ত বৃথা যাবে না। তাই ইসলাম ও দেশের স্বার্থে সবাইকে হরতাল পালন করতে হবে।’
আজ শনিবার দিনাজপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশে মাওলানা মতিউর রহমান কাসেমী এ কথা বলেন। এ সময় চট্টগ্রামের হাটহাজারীতে চারজনকে গুলি করে হত্যার প্রতিবাদ জানান তিনি এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
মাওলানা মতিউর রহমান কাসেমী বলেন, অন্যায়কারীদের বিরুদ্ধে হক কথা বলাটা উত্তম জিহাদ। বর্তমান সরকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মতো একটি আনন্দঘন ও সার্বজনীন দিনে নিজেদের হাত আলেমদের রক্তে রঞ্জিত করেছে। এই সরকারের বিরুদ্ধে হক কথা বলাটাও জিহাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে যেমন কাশ্মীর-গুজরাটসহ বিভিন্ন এলাকার মুসলমানদের রক্তে রঞ্জিত, ঠিক তেমনি আমাদের বর্তমান সরকারও গতকাল হাটহাজারীর ছাত্র-জনতার রক্তে নিজেদের হাত রঞ্জিত করলো। আমরা সে কারণেই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে সরকারের অন্যায়ের বিরূদ্ধে কথা বলার জন্য রাস্তায় নেমেছি।’
কাসেমী বলেন, ‘২৮ মার্চ সারা দেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালন করতে হবে। হরতালে দোকানদান, রিকশাচালক, অটোচালকদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে আহ্বান জানাচ্ছি।’
এর আগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাহাদুর বাজার চত্বরে এসে শেষ হয়।
হেফাজতে ইসলামের দিনাজপুর জেলা শাখার আমির মাওলানা মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সদস্য সচিব মাওলানা সোহরাব হোসেন, মুফতি খায়রুজ্জামান, মাওলানা সোহরাব হোসেন কাসেমী, মাওলানা শওকত আলী, মাওলানা আনসারুল ইসলাম, মাওলানা খাদেমুল ইসলাম, মাওলানা আসাদুজ্জামান, মুফতি শোয়ায়েবসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও তৌহিদি জনতা।