ইউপি নির্বাচনে লাশের রাজনীতির চেষ্টা করছে তৃতীয় পক্ষ : শামীম ওসমান
একদিন পর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে তৃতীয় পক্ষ লাশের রাজনীতির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।
শামীম ওসমান বলেন, ‘১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃতীয় পক্ষ স্বাধীনতার বিপক্ষের শক্তি, খন্দকার মোশতাকের বংশধর, উগ্র বা মৌলবাদী শক্তি—নির্বাচনের সঙ্গে যারা জড়িত না; তারা একটি ক্ষেত্র তৈরি করে লাশের রাজনীতির চেষ্টা করছে। তাদের দু-চারটি লাশ দরকার। যেটাকে হয়তো একটি পক্ষ ন্যাশনাল ইস্যু বানাবে।’
শামীম ওসমান আরও বলেন, ‘১১ নভেম্বর ফ্রি ফেয়ার ইউপি নির্বাচন হবে। যার যার ভোট সে সে দেবে। এ সময় যে ব্যক্তি কিছু ঘটাবে, তার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
কিছু কিছু বক্তব্য দলের ভাবমূর্তি নষ্ট করছে এবং জাতির পিতার কন্যার ভাবমূর্তি নষ্ট করছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় সাংসদ শামীম ওসমানের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল।