ইজতেমার ময়দানে জুমার নামাজে লাখো মুসল্লি
মুসল্লিতে পরিপূর্ণ টঙ্গীর তুরাগ তীর। বিশ্ব ইজতেমার ময়দানে জড়ো হয়েছেন দেশি-বিদেশি লাখো ধর্মপ্রাণ মানুষ। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়েছেন তাঁরা। একসঙ্গে পড়েছেন পবিত্র জুমার নামাজ।
বেলা ১২টা ১৫ মিনিটে আজানের সুমধুর ধ্বনি ছড়িয়ে পড়ে ময়দানে। ১টা ৪০ মিনিটে শুরু হয় খুদবা। পরে শুরু হয় জুমার নামাজ, শেষ হয় দুপুর ১টা ৫২ মিনিটে। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ এ জামায়াতে ইমামতি করেন কাকরাইল মসজিদের খতিব ও তাবলীগের মুরব্বি মাওলানা জোবায়ের।
এর আগে ভোরে ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার এ পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি।