ইজতেমায় প্রথম দুই দিনে সাত মুসল্লির মৃত্যু
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেওয়া আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট সাত জনের মৃত্যু হলো। আজ শনিবার (১৪ জানুয়ারি) ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তাদের জানাজা হয় বলে জানিয়েছেন ইজতেমার আয়োজকরা।
ইজতেমায় আসা মৃত মুসল্লিরা হলেন- সিলেটের হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের নূরুল হক, গাজীপুরের ভুরুলিয়া এলাকার আবু তৈয়ব ওরফে আবু তালেব, ঢাকার কেরানীগঞ্জের হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি, ঢাকার কেরানীগঞ্জের মলমলিয়া গ্রামের মোফাজ্জেল হোসেন খান, মুন্সীগঞ্জের কামাল গ্রামের আক্কাছ আলী সিকদার, চট্টগ্রাম জেলার রাউজান গ্রামের আব্দুল রাজ্জাক ও নরসিংদী জেলার মাছিমপুর গ্রামের হাবিবুর রহমান হবি।
ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মুরুব্বি জহির ইবনে মুসলিম সাংবাদিকদের জানান, ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে বার্ধক্য জনিত ও শ্বাসকষ্ট নিয়ে এ পর্যন্ত সাত মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে বার্ধক্যজনিত কারণে ১২ জানুয়ারি মারা যান নুরুল হক ও আবু তালেব।
গতকাল শুক্রবার ইজতেমার প্রথম দিনে মারা যান হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি, মোফাজ্জল হোসেন খান। এছাড়া ইজতেমার দ্বিতীয় দিনে আক্কাছ আলী সিকদার, আব্দুল রাজ্জাক ও হাবিবুর রহমান হবি মারা গেছেন। শনিবার বাদ ফজর তিন জনের জানাযা নামাজ হবে।